bg image
Logo

স্মার্ট লাইসেন্সিং পোর্টাল, চট্টগ্রাম

স্মার্ট লাইসেন্সিং পোর্টাল, চট্টগ্রাম

আবেদন করার নিয়মাবলী

লাইসেন্সের ধরণঃ

লাইসেন্সের ধরণঃ

ডিলিং লাইসেন্স

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতিঃ

  1. লৌহ ও ইস্পাত- ৩০০০/-

  2. সিমেন্ট- ১৫০০/-

  3. কাপড় (খুচরা)- ১০০০/-

  4. কাপড় (পাইকারী)- ৩০০০/-

  5. সূতা (খুচরা)- ৫০০/-

  6. সূতা (পাইকারী)- ১২০০/-

  7. দুগ্ধজাত খাদ্য- ৩০০/-

  8. সিগারেট (পাইকারী ও খুচরা)- ৩০০০/-

  9. স্বর্ণ (কারিগরী)- ৭০০/-

  10. স্বর্ণ (জুয়েলারী)- ৫০০০/-

  11. ভ্যাট(১৫%) এবং উৎসে কর(১০%) প্রযোজ্য।

  12. অনলাইন বা অফলাইন পেমেন্টের মাধ্যমে লাইসেন্স ফি এবং ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করুন।

সেবা প্রদানের সময়সীমাঃ

৩০ কার্যদিবস

আবেদন ফরম পূরণের নিয়মাবলীঃ

  1. আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পূরণ ঐচ্ছিক।

  2. আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে প্রয়োজন হলে সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে খসড়া আবেদনসমূহ অপশন হতে ড্রাফট আবেদন পুনরায় শুরু করা যাবে।

  3. আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে ট্র্যাকিং অপশন হতে আবেদনের অগ্রগতি জানা যাবে।

+88